Published : 17 May 2025, 11:36 PM
প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোপের অন্যতম বড় আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন ‘ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশন’ (ইএমএ)-এর ১৯তম সাধারণ সভা ও দ্বিতীয় বার্ষিক সম্মেলন।
তিন দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হয় বৃহস্পতিবার, প্যারিসের ম্যারিয়ট কোর্টইয়ার্ড হোটেলে। সমাপ্ত হয় শনিবার।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘গো গ্রিন: কানেক্ট, ইনোভেট, সাসটেইন’।
বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৩০০ প্রতিনিধি এতে অংশ নেন। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও যোগ দেন এ আয়োজনে।
ইরাসমুস মুন্ডুস ইউরোপীয় কমিশনের একটি উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচি, এটি শিক্ষার্থীদের ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দেয়।
এই কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশন’-এর বর্তমান সভাপতি বাংলাদেশি শিক্ষাবিদ আশিকুর রহমান।
তিনি বলেন, “গত দুই দশকে ১৪ হাজারের বেশি শিক্ষার্থী ইরাসমুস বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা নিয়েছে। এটি শুধু অ্যাকাডেমিক নয়, বরং পেশাগত উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির এক বিরল সুযোগ।”
তিনি আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যৌথভাবে এই সুযোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
ইএমএ নিউজলেটার সম্পাদক এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাহমুদুল হক মৃদুল বলেন, “ইরাসমুস এক মুক্ত জ্ঞানচর্চার ক্ষেত্র—যেখানে জাতিগত বা সামাজিক কোনো বৈষম্যের স্থান নেই।”
সম্মেলনে উপস্থিত ছিলেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি কাজী এহসানুল হক ও নেপালের রাষ্ট্রদূতসহ ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকরা।