Published : 12 May 2025, 10:54 PM
পেশাগত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা খেলাধুলায় অংশগ্রহণ করছেন সগর্বে—এমনই এক চিত্র দেখা গেল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘বিএমসিএস ক্রিকেট ফেস্ট ২০২৫’-এ।
রোববার সিঙ্গাপুরের ইস্ট এশিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ উৎসব।
টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশি মেরিন পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি মেরিন কমিউনিটি, সিঙ্গাপুর’ (বিএমসিএস)।
২০১৪ সাল থেকে বিভিন্ন সামাজিক ও পেশাগত উদ্যোগের সঙ্গে যুক্ত এ সংগঠনের এবারের আয়োজনে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারটি দল। উত্তেজনায় ভরা এ প্রতিযোগিতায় ‘ব্লেজিং বুকিত পাঞ্জাং’ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
রানার-আপ হয় ‘দুরন্ত পুঙ্গল’। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক শরীফ মেহেদী।
উদ্বোধনী বক্তব্য দেন বিএমসিএস-এর সভাপতি শাখাওয়াত হোসেন। তিনি বলেন, “সামাজিক সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক আলী গওহর শাহরিয়ার।