Published : 23 May 2025, 01:23 AM
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের মানসিক স্বাস্থ্য ও হৃদরোগ ঝুঁকি বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশিরা।
এতে হৃদরোগ ঝুঁকি ও মানসিক চাপের কারণে প্রবাসীদের স্বাস্থ্য সমস্যায় উদ্বেগ উঠে আসে হয় এবং প্রবাসীদের জন্য সহায়ক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
বুধবার বিকালে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক খালেদ মহসিন।
তিনি বলেন, “প্রবাসে যারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। যারা পরিবার ছেড়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে ব্যর্থ হয়ে মানসিক চাপের শিকার হচ্ছেন, তাদের স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে হৃদরোগের সম্ভাবনা বেশি।”
এ ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে সবার সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মত দেন খালেদ মহসিন।
সভায় সভাপতিত্ব করেন মশাহিদ খান, সঞ্চালনা করেন শাহাবুদ্দিন শুভ। শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল মুত্তালিব।
আরও বক্তব্য দেন শাহ মিলাদ আবেদ, আফিল উদ্দিন, বদরুল আলম, জাকির হোসেন, তাজ উদ্দিন, প্যারিস বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমেদ, শামসুল ইসলাম ও ফেরদৌস আখনজি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাবুল আহমেদ, ইমাদ উদ্দিন চৌধুরী, মহসিন রেজা, রাকিবুল ইসলাম, সুয়েব মোজাম্মেল, শাহিন আহমেদ ও নুরুল আমিন।