Published : 04 Jul 2024, 04:22 PM
যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩৮তম বাংলাদেশ সম্মেলন করতে যাচ্ছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।
আসছে ৩০ অগাস্ট থেকে পহেলা সেপ্টেম্বর ৩ দিনব্যাপি মিশিগানের ডেট্রয়েট শহরের বাংলা টাউনের জেইন ফিল্ডে অনুষ্ঠেয় এবারের সম্মেলনের স্লোগান ‘মোদের গর্ব মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ’।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে রোববার দুপুরে মিশিগানের ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছে ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি।
সংবাদদাতা আশিক রহমান জানান, উপস্থাপক শারমিন তানিম শুরুতে ফোবানার সামগ্রিক কার্যক্রম, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির নেতাদের পরিচিতি তুলে ধরেন।
উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, যুগ্ম সম্পাদক কবির কিরণ, অর্থ সম্পাদক তুষার রেজা এবং কেন্দ্রীয় কমিটির সৈয়দ শাকিল আহমেদ।
আসন্ন সম্মেলনের আয়োজক কমিটির কনভেনর হিসেবে কামরুল হুদা রাসেল, মেম্বার সেক্রেটারি খালেদ হোসেন, কনভেনশনের প্রেসিডেন্ট নাসির সবুজ, চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন, কনভেনশন স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ডাইরেক্টর জাহেদ আলী, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল এবং সহ কালচারাল সেক্রেটারি রশি মীরের নাম ঘোষণা করা হয়।
ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, “২১ বছর পর অর্থাৎ ২০০৩ সালের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশির আবাসস্থল মিশিগানে বসছে ফোবানার ৩৮তম আসর। ফোবানার মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা।”
এবারের সম্মেলনে মিশিগানে বাংলাদেশি-আমেরিকানদের প্রত্যাশিত কনস্যুলেট অফিস স্থাপনের দাবি তোলা হবে বলে জানান তিনি।