Published : 11 Jun 2025, 08:37 AM
ফ্রান্সের মোরেট লুইং এট অরভান শহরে অনুষ্ঠিত হয়ে গেলো জুম্ম শিল্পী তুফান চাকমার একক চিত্রপ্রদর্শনী ‘পাহাড়ের ঘুমপাড়ানির গান’।
দুই দিনব্যাপী এ প্রদর্শনী শনি ও রোববার অনুষ্ঠিত হয় শহরের রোল্যান্ড ড্যাগনাউড মিলনায়তনে।
মানবাধিকার সংগঠন ‘জুম্মদের কণ্ঠস্বর’ আয়োজিত এ প্রদর্শনী ছিল তুফান চাকমার প্রথম একক শিল্পপ্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রানি ইয়ান ইয়ান।
উপস্থিত ছিলেন মোরে শহরের মেয়র ডিক্রান জাকেওসিয়ান, ‘জুম্মদের কণ্ঠস্বর’-এর সভাপতি রেমি ফ্লেগিয়ের, সহ-সভাপতি মেকসুয়েল চাকমা, মুখপাত্র বাপ্পি চাকমা এবং সাধারণ সম্পাদক পার্থ দেওয়ান।
চিত্রপ্রদর্শনীতে শিল্পী তুফান চাকমা তার শিল্পকর্মের অন্তর্নিহিত বার্তা ও প্রতীকী তাৎপর্য তুলে ধরেন। তিনি বলনে, “এই শিল্পকর্মগুলো জুম্ম জনগণের অস্তিত্ব, আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনুপম দলিল।”
অনুষ্ঠানের বক্তারা জুম্ম জনগণের মানবাধিকার, ঐতিহ্যগত সংগ্রাম এবং গণতান্ত্রিক উপায়ে অধিকারের দাবির ওপর গুরুত্বারোপ করেন।
প্রদর্শনীর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিশুশিল্পী আরিয়া চাকমা, শায়রি মারমা, উলা মারমা, শেলি চাকমা, তমেলি ত্রিপুরা ও তার মেয়ে খাতিমা ত্রিপুরা।
নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে তারা পাহাড়ের সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ তুলে ধরেন। কবিতা আবৃত্তি করেন শিল্পী মৃদুলী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘জুম্মদের কণ্ঠস্বর’-এর নির্বাহী সদস্য রিগ্যান চাকমা।