Published : 15 Feb 2025, 11:33 AM
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বহুতল ভবন ধস পড়েছে, এতে দেশটির এক নাগরিক এবং এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির আরাদ এলাকায় এ দুর্ঘটনার সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়। এতে অনেকে আটকা পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত শ্যামল চন্দ্র শীলের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
প্রবাসীরা জানান, ধসে পড়া ভবনের নিচে বাংলাদেশি মালিকানাধীন কয়েকটি দোকান ছিল। ছিল একটি সেলুন ও লন্ড্রি দোকান, যেখানে অনেক মানুষ আটকা পড়ে ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।