Published : 03 Sep 2024, 10:35 PM
যুক্তরাষ্ট্রের ৪ শহরে আলাদা সম্মেলন করেছে প্রবাসীদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) এর চারটি গ্রুপ।
সংগঠনের নেতাদের বিভক্তির মধ্যে ৩০ অগাস্ট থেকে পহেলা সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ৩৮তম এ সম্মেলন অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক, মিশিগান, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে।
আলোচনা সভা ও নানা সাংস্কৃতিক আয়োজনে সাজানো এতে প্রতিটি গ্রুপই তাদের নতুন কমিটি ঘোষণা করেছে।
‘চেতনায় বাংলাদেশ’ স্লোগানে সংগঠনের একাংশের সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী ওয়াশিংটন ডি.সি সংলগ্ন ভার্জিনিয়ায়। নির্বাচনে সভাপতি পদে মাসুদ রব চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আবির আলমগীর নির্বাচিত হয়েছেন। সামনের বছর ৩৯তম ফোবানা সম্মেলন জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হবে বলে জানান তারা, আয়োজন করবে ‘বাংলা ধারা’।
নিউ ইয়র্কে ফোবানার আরেক অংশের সম্মেলন উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। এতে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে গিয়াস আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এ আজিম জুয়েল নির্বাচিত হয়েছেন। তারা জানান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) এর আয়োজনে সামনের বছরের সম্মেলনও নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হবে।
মিশিগানের ফোবানায় অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় সভাপতি হয়েছেন আতিকুর রহমান (ফ্লোরিডা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রহিম নিহাল। আগামী বছর কানাডার মন্ট্রিয়লে তাদের সম্মেলন আয়োজন করবে ‘কানাডা বাংলাদেশ সলিডারিটি’।
অন্যদিকে ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত সংগঠনের একাংশের সম্মেলনে সভাপতি পদে শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে কাজী আজম নির্বাচিত হয়েছেন।