Published : 25 May 2025, 01:34 PM
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ জেলার আট উপজেলার প্রতিনিধিত্বে ‘হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট’।
শারজা একাডেমি মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে চুনারুঘাট প্রবাসী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব।
শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোল ব্যবধানে জয় পায় নবীগঞ্জের দল।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলকে সাড়ে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ১ লাখ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অংশ নেওয়া দলগুলো হলো- হবিগঞ্জ সেন্টার ক্লাব, চুনারুঘাট প্রবাসী স্পোর্টিং ক্লাব, বাহুবল সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব, শায়েস্তাগঞ্জ জে এম ওয়ারিয়ার্স ক্লাব, মাধবপুর ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব, বানিয়াচং ফ্রেন্ডস ক্লাব, আজমিরিগঞ্জ সূর্যমুখী ক্লাব ও নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব।
আয়োজক কমিটির প্রধান পরিচালক সালেহ আহমদ তালুকদার এবং সদস্য সচিব শাহীন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই-এর প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা আবুল খায়ের মিলন।
বিশেষ অতিথি ছিলেন এনাম চৌধুরী, আবুল কালাম আজাদ, হাজী শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম ও চুনু মিয়া প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সিলেট বিভাগের সব জেলার প্রবাসীদের নিয়েও এই আয়োজন বিস্তৃত করার কথা জানান তারা।