Published : 24 Sep 2024, 10:47 PM
বাংলাদেশে থাকা স্ত্রীর সঙ্গে ফোনে বাকবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
তার নাম মোহাম্মদ মোস্তফা (৪৫), পিতার নাম ওহিদুর রহমান। বাড়ি ফেনীর শাহপুর লস্করহাটে।
স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আরেক প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন।
শারজার শিল্প এলাকায় একটি সুপারমার্কেটের মালিক আনোয়ার জানান, মোস্তফা তার মার্কেটে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা মেঝেতে পড়ে যান।
পরে পুলিশকে খবর দিলে তাকে শারজা আল কাসেমি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরেক প্রবাসী সৈয়দ আমিন জানান, ঘটনাস্থলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোস্তফা মারা গেছেন। তিনি ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন।
মোস্তফার লাশ বর্তমানে ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দেশে পাঠানো হবে বলে জানা গেছে।