Published : 10 May 2025, 04:27 PM
মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের প্রেক্ষাপটে কর্মী প্রেরণ প্রক্রিয়া থেকে ‘সিন্ডিকেট’ দূর করার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।
বৃহস্পতিবার মে দিবস উপলক্ষ্যে রাজধানী কুয়ালালামপুরে ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতন এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস।
বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি ও সদস্য বশির ইবনে জাফর।
প্রবাসী কর্মীদের পক্ষ থেকে মতামত দেন মো. কহিনুর হোসেন জোয়ার্দ্দার ও মো. আশিকুর রহমান।
বক্তারা বলেন, “পুনরায় শ্রমবাজার খোলার উদ্যোগে আমরা আশাবাদী, তবে অতীতের মতো সিন্ডিকেট-নিয়ন্ত্রিত পদ্ধতিতে কর্মী পাঠানো হলে সেটি হবে ভ্রান্ত পদক্ষেপ। নির্দিষ্ট কিছু কোম্পানিকে একচেটিয়া সুবিধা না দিয়ে যোগ্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শ্রমিক পাঠানোর আহ্বান জানাই।”
তারা আরও বলেন, “অভিবাসন ব্যয় যেন কর্মীদের নাগালের মধ্যে থাকে এবং যেন কেউ প্রতারণার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। অনেক শ্রমিক বৈধভাবে এসে কাজ না পেয়ে রাস্তায় ঘুরতে বাধ্য হন—এই করুণ বাস্তবতা আর দেখতে চাই না।”
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কায়সার হামিদ হান্নানের বাবার রোগমুক্তি কামনা এবং শ্রমিক অধিকার রক্ষার আন্দোলনে নিহতদের স্মরণে মোনাজাত করা হয়।