Published : 07 May 2025, 07:15 PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি শপিংমলে কুড়িয়ে পাওয়া ১৭ হাজার দিরহাম (প্রায় ৬ লাখ টাকা) প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে আট বছরের এক শিশু।
লিলি জামাল রামাদান নামে মিশরীয় ওই শিশু ও তার মা-বাব সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়ে ওই অর্থ ফেরত দিয়েছে। শিশুটির সততায় মুগ্ধ হয়ে সনদ ও উপহার দিয়েছে দুবাই পুলিশ।
দুবাইয়ের আল রাশিদিয়া পুলিশ স্টেশনের ডিরেক্টর মেজর জেনারেল সাইয়িদ হামাদ আল মালিক সাংবাদিকদের বলেন, একটি শপিংমলের থিয়েটারে পরিবারের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল শিশুটি। থিয়েটারের বাইরে বেঞ্চে বসেছিল সে। আর তার বাবা-মা যান টিকেট কাটতে। সেসময় পাশের বেঞ্চে একটি খাম পেয়ে শিশুটি তার বাবার হাতে দেয়। সেটার ভেতরেই ছিল ১৭ হাজার দিরহাম।
হারানো অর্থ নিয়ে তারা আল রাশিদিয়া পুলিশ স্টেশনে যান। এরপর টাকার মালিকের হাতে তারা ওই অর্থ তুলে দেন।