Published : 02 Jun 2025, 03:52 AM
ইতালির রাজধানী রোমের উপকণ্ঠ মারিনো দি আরদেয়া এলাকায় ছিনতাইচেষ্টার সময় ছুরিকাঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি নাহিদ মিয়ার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মার্কো আদামো (১৮)। স্থানীয় সময় শনিবার রাতে অভিযান চালিয়ে ইতালির চিস্তেরনা দি লাতিয়া এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফ্রাসকোলি ক্যারাবিয়ান পুলিশ ইউনিট।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে পরে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। একইসঙ্গে, খুনের পর পুড়িয়ে ফেলা মোটরসাইকেলেরও সন্ধান পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাতে মারিনো দি আরদেয়া এলাকার একটি ফুয়েল স্টেশনে কর্মরত ছিলেন নাহিদ মিয়া। এসময় মার্কো আদামো একটি সাদা মোটরসাইকেলে করে স্টেশনে এসে ক্যাশে থাকা ইউরো ছিনতাইয়ের চেষ্টা করে।
নাহিদ বাধা দিলে তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। রক্তাক্ত অবস্থায় নাহিদ নিজেই জরুরি চিকিৎসা সেবায় ফোন করেন। চিকিৎসকরা দ্রুত এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মার্কো আদামো হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, হত্যার পর মোটরসাইকেলটি একটি বনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, “ঘটনাটি মর্মান্তিক। নিহতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে দূতাবাস প্রস্তুত।”
এদিকে নাহিদ মিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ র্যালির আয়োজন করেন। রোমে আয়োজিত এ র্যালিতে স্থানীয় ইতালিয়ান নাগরিক ও অন্যান্য দেশের অভিবাসীরাও অংশ নেন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া গ্রামে জন্ম নেওয়া নাহিদ মিয়া প্রায় ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসন্তানসহ পরিবার নিয়ে ইতালিতেই বসবাস করতেন।