Published : 01 Jun 2025, 05:44 AM
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন চীনের দলটির প্রবাসী নেতা-কর্মীরা।
এ উপলক্ষ্যে শুক্রবার গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে বিএনপির বৃহত্তর চীন শাখা।
এতে সভাপতিত্ব করেন শেখ মাহবুবুর রশীদ, সঞ্চালনায় ছিলেন মো. ওয়ালী উল্লাহ।
আলোচনায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো তুলে ধরেন।
শেখ মাহবুবুর রশীদ বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার পাশাপাশি পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি চালু করেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকৌশল আমাদের সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত।”
মো. হাসমত আলী মৃধা জেমস বলেন, “রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান সুশাসনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্রের ধারণা সেই সময় প্রতিষ্ঠিত হয়। তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন পথে এগোতে শুরু করে।”
এস এম আল-আমিন বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। তার সময়েই কিছু গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হয়েছিল, যা পরবর্তীতে দেশের অবস্থানকে প্রভাবিত করে।”
আলোচনায় আরও বক্তব্য দেন মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো. বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু ও রাসেল আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মো. সাখাওয়াত হোসেন কানন ও মো. আসিফ হক রুপু।