Published : 28 May 2025, 02:42 AM
বাহরাইনে বিএনপির গ্যালালি আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন আবু জাহের এবং সাংগঠনিক সম্পাদক এস.এম. জালাল আব্দুল আজিদ।
সোমবার সন্ধ্যায় দেশটির উত্তরের শহর গ্যালালির একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা উত্তোলন ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে নবগঠিত ১৩৬ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ উড়িষ্যা।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন কচি।
বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবেক আহমেদ, উপদেষ্টা খ.ম. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নবগঠিত গ্যালালি আঞ্চলিক শাখা কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারিসুল হক রিপন, উপদেষ্টা আলী আমজাদ, সহ-সভাপতি কাজী মোহাম্মদ শাহাদাত ও আবু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিক মোসলেম মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মজুমদার।
সভায় বাহরাইনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহানগর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।