Published : 11 May 2024, 05:13 PM
কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলের ট্যাংকে ফেনসিডিল ভরে টাঙ্গাইলে যাওয়ার পথে জামালপুর সদরে র্যাবের হাতে আটক হয়েছেন দুই যুবক।
শুক্রবার রাতে শহরের ব্রহ্মপুত্র সেতুর টোলঘরের সামনে মোটরসাইকেল তল্লাশি করে ১১৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক।
আটকরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেছগ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে জিয়াউল ইসলাম (২৮) এবং একই উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাব্বত আলী (২০)।
শনিবার দুপুরে মেজর আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোটরসাইকেলের ট্যাংক ও সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে ফেনসিডিলগুলো কুড়িগ্রাম থেকে টাঙ্গাইল নেওয়া হচ্ছিল।
আটক দুই যুবক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছিলেন বলে দাবি র্যাবের।
জামালপুর সদর থানায় মামলা দিয়ে আটকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আব্দুর রাজ্জাক।