Published : 09 Jun 2025, 09:57 PM
ঈদের ছুটিতে বগুড়ার বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানগুলোতে লোক সমাগম বেড়েছে।
মহাস্থানের বেহুলা-লখিন্দরের বাসর ঘর, মহাস্থান জাদুঘর, গোবিন্দ ভিটা, মহাস্থান গড়, মম ইন ইকো পার্ক, এডওয়ার্ড পার্ক, যমুনার কালিতলা গ্রোয়েন, (প্রেম যমুনার ঘাট নামে পরিচিত), শিমুলবাড়ী স্পারে অনেকেই ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন।
ঈদের দিন থেকে মানুষের সমাগম বাড়লেও পরের দুদিনে লোকজন আরও বেড়েছে।
মহাস্থান জাদুঘর চত্বরে কথা হয় জয়পুরহাটের সৈকত চৌধুরীর সঙ্গে। তিনি চাকরির কারণে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন।
সৈকত বলেন, “ঐতিহাসিক মহাস্থানের পুরাকীর্তির মায়ায় ঘুরলাম। ভাল লেগেছে।”
ধুনটের শিমুলবাড়ী স্পারে কথা হয় বগুড়া শহরের তানভীর নামের এক যুবকের সঙ্গে। তিনি জানান, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন।
তিনি বলছিলেন, “যমুনায় পানি বেড়েছে। এই জায়গাটা খুবই সুন্দর। গরমে এই জায়গাটায় স্বস্তি পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে গান গেয়ে সময় কাটছে।”
বগুড়ার স্থানীয় সংবাদকর্মী মহসিন রাজু সারিয়াকান্দীর কালিতলা গ্রোয়েন ঘুরে এসেছেন। তিনি জানালেন, সেখানকার প্রাকৃতিক পরিবেশ খুব উপভোগ্য।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের জানান, ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।