Published : 29 Mar 2025, 04:01 PM
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাটি বোঝাই একটি ট্রলি চূর্ণ হয়েছে। এতে নিহত হয়েছেন ট্রাক্টর চালক।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সাবদারপুর রেল স্টেশন থেকে ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেল গেইটে এ ঘটনা ঘটে বলে জানান রেলওয়ের মোবারকগঞ্জের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েশপুর গ্রামের বাসিন্দা।
সাইফুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে একটি মাটি বোঝাই ট্রলি সাবদারপুরে দিকে যাচ্ছিল। পথে রেল গেইটে পার হওয়ার সময় ট্রাক্টরটি লাইনে ওপর বিকল হয়ে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ভোলা মিয়া মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোরে নিয়ে যায় রেলওয়ে পুলিশ।