Published : 08 Jun 2025, 12:07 AM
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী আজিজুল ইসলাম চৌধুরী। তিনি সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ার মোশারফফ চৌধুরীর ছেলে।
স্থানীয় গ্রামবাসীর বরাতে মোল্লাহাট থানার ওসি মো. সফিকুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ার মাসুম চৌধুরী ও এরশাদ চৌধুরীর সাথে বংশীয় দ্বন্দ্ব বহু পুরনো। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদের পক্ষের আজিজুলের সাথে মাসুমের এক সমর্থকের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি জানান, সংঘর্ষে দুইপক্ষের অন্তত ২০ জন কমবেশি জখম হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নতুন করে যাতে আর সংঘর্ষ হতে না পারে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতোয়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতরা গাঢাকা দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সংঘর্ষের বিষয়ে মাসুম ও এরশাদের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।