Published : 18 Jun 2025, 04:26 PM
রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকায় অবৈধভাবে নির্মাণ করা আটটি দোকান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম এস এম রকিবুল হাসান।
তিনি বলেন, রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতে সমস্যা হচ্ছিল। স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে।
অভিযানে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম উপস্থিত ছিলেন।
উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও অংশ নেন।