Published : 15 Jun 2025, 04:04 PM
সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে।
রোববার দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকার বাড়িতে অভিযান চালানোর সময় সাবেক সংসদ সদস্যের ছোট ছেলে রুমনকে আটক করা হয়েছে। এ সময় বাড়ি থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এসব তথ্য জানিয়ে বলেন, “রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
“রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন।”
স্থানীয়রা জানান, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিফাত আমিন দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরেই সাতক্ষীরায় অনুপস্থিত।
তার ছেলে রিফাত আমিন এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন।