Published : 09 Jun 2025, 10:51 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে তার নিজ এলাকা সদর দক্ষিণ উপজেলার চাংগীনি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
৪৭ বছর বয়সী তোফাজ্জল হোসেন ওই এলাকার সুলতান আহমেদের ছেলে এবং কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের ছোট ভাই।
পুলিশ বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনে কোটবাড়ি বিশ্বরোডে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তোফাজ্জলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সে ঘটনায় তানভীর হোসেন মজুমদার নামে এক ব্যক্তি বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহার এবং তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫৩ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৭ নম্বর আসামি তোফাজ্জল হোসেন। তাকে কোটবাড়ি ফাঁড়ির পুলিশ রাতে গ্রেপ্তার করে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করে।
ওসি রফিকুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।”
তোফাজ্জল ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।