Published : 15 Jun 2025, 03:23 PM
বগুড়া শহরে দুই পুলিশ সদস্যকে ছুরি মেরে আহত করে পালিয়ে গেছে সাজাপ্রাপ্ত আসামি।
আহতরা হচ্ছেন- বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম (৪২) এবং কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ওসি জালাল উদ্দীন জানান।
তিনি জানান, জাহাঙ্গীর ও মানিকুজ্জামান পরোয়ানা নিয়ে সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করতে যান। ঝোপগাড়ি এলাকায় পুলিশকে দেখে নিশান একটি দোকানে ঢুকে পড়েন।
এ সময় পুলিশ আটক করার চেষ্টা করলে নিশান দোকান থেকে ছুরি নিয়ে হঠাৎ দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়।
ওসি জালাল উদ্দীন বলেন, “জাহাঙ্গীরের পেটে ও বুকে এবং মানিকুজ্জামানের হাত ও উরুতে আঘাত করা হয়েছে।”