Published : 02 Mar 2025, 06:24 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার একটি সেকশন বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
১৩ দফা দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের কারণে রোববার থেকে সেকশনটি বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে বলে সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন জানান।
নিটিং সেকশনের শ্রমিকরা বলেন, বৃহস্পতিবার থেকে ১৩ দফা দাবিতে শ্রমিকরা সকাল থেকে সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন শুরু করেন। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়। বিকাল ৪টায় কারখানার নিটিং সেকশন ছুটি ঘোষণা করা হয়।
শনিবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করার আগে বাইরে দুই প্লাটুন পুলিশ দেখতে পায়। তারা ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। কর্মকর্তারা কারখানার প্রধান কার্যালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর মিথ্যা আশ্বাস দিয়ে দুপুর পর্যন্ত বসিয়ে রাখে। দুপুরের পর তাদেরকে ওই দিনের জন্য ছুটি দিয়ে দেয়।
শনিবার বিকালে কারখানা গেইটে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য নিটিং সেকশন বন্ধের নোটিশ টানিয়ে দেয় বলে জানান শ্রমিকরা। তারা বলেন, রোববার কারখানায় এসে তারা বিষয়টি জানতে পারেন।
শ্রমিকদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে- দুপুরের মধ্যাহ্নবিরতি (লাঞ্চ) এক ঘণ্টা দিতে হবে, যেসব নিটিং অপারেটর দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন তাদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে ৮০% শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দিতে হবে, রাতে খাবার পরিবেশন না করে নগদ টাকা দিতে হবে, সপ্তাহে দুই দিন ছুটি দিতে হবে, শতভাগ কোয়ালিটি ও প্রোডাকশন বোনাস দিতে হবে, উইন্ডিং মেশিন ডাবল করতে হবে, লুপ মেশিন দিতে হবে, টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হবে, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যানিং দিতে হবে, টাইমিং ঠিক করতে হবে, কোয়ালিটি ইনসেনটিভ, মেন্ডিং মেন ইনসেনটিভ, উইন্ডিং ইনসেনটিভ দিতে হবে, আধা বেলা ছুটি চলবে না এবং দুর্নীতিবাজ কর্মকর্তা মানবসম্পদ বিভাগের শাহরিয়াত হোসেন, জয়নাল আবেদীন এবং নিটিং সেকশনের অপারেশন ম্যানেজার মনিরুজ্জামান সুমনকে অপসারণ করতে হবে।
শ্রমিকদের দাবির ব্যাপারে জানতে চাইলে এসকিউ সেলসিয়াস লিমিটেডের (ইউনিট-১) মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন বলেন, “সব কারখানায় কিছু দুষ্ট শ্রমিক থাকে। যারা ঈদের আগে এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করে থাকে। কারখানার স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার নিটিং সেকশন বন্ধ ঘোষণা করা হয়েছে।”
এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাহরিয়াত হোসেন বলেন, “শ্রমিকরা কোনো নোটিশ ছাড়াই অযৌক্তিক ও উদ্দেশ্যমূলকভাবে কাজ বন্ধ করে। এটা বেআইনি ধর্মঘটের শামিল। পরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১)-মতে রোববার থেকে কারখানার নিটিং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।”