Published : 01 Jun 2024, 01:10 AM
সিলেটের ধলাই নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলায় গুচ্ছগ্রামের পূর্ব পাশে মাঝ নদীতে মরদেহটি ভেসে উঠে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
নিহত জুবেল আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে।
ওসি গোলাম দস্তগীর জানান, “সোমবার রাত ১২টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবল ঢেউয়ে ধলাই নদীর কালাইরাগের সাদাপাথর এলাকায় একটি পাথর বোঝাই নৌকা ডুবে যায়।
“তখন তার সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যান জুবেল। অনেক খোঁজাখুজি করেও তাকে পাননি সহযোগীরা। খবর পেয়ে মঙ্গলবার তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তবুও তাকে পাওয়া যায়নি।”
ওসি আরও জানান, পরে শুক্রবার রাতে ধলাই নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনরা জুবেলের লাশ বলে চিহ্নিত করেছেন।
লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।