Published : 26 Dec 2024, 09:43 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
অভিযানের নেতৃত্বে থাকা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে ইয়াছিন গাজীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
স্থানীয়দের ভাষ্য, ইয়াসিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয় এনে মাংস বিক্রি করে।
জিয়াউর বলেন, “গোপন খবরে অভিযান চালিয়ে ইয়াছিন গাজীর বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযানের খবর শুনে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উদ্ধার করা মাংসগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।