Published : 09 Jun 2025, 01:18 PM
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
সোমবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় জেলে আক্কাছ শেখের জালে মাছটি ধরা পরে বলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানিয়েছেন।
জেলে আক্কাছ শেখ বলেন, “ভোরে নদীতে মাছ ধরতে যাই। নদীর বিভিন্ন জায়গায় জাল ফেলেও মাছের দেখা মিলছিল না। পরে ফেরিঘাট এলাকায় জাল ফেললে বড় একটি বাঘাআইড় মাছ জালে আটকা পড়েছে বলে টের পাই।
“পরে মাছটি দৌলতদিয়া মৎস আড়তে নিয়ে ওজন করে দেখি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।”
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “মাছটি কেনার পর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। পরে মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মা নদীতে পানি বাড়ছে। যে কারণে বড় আকৃতির মাছগুলো খাবারের সন্ধানে বের হওয়ায় জেলের জালে আটকা পড়ছে। এখন জেলেদের জালে মাঝেমধ্যে বড় রুই, পাঙ্গাস, বোয়াল ও বাঘাইড়সহ বিভিন্ন মাছও ধরা পড়ছে।”