Published : 14 Jun 2025, 05:28 PM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি বাল্কহেড তলিয়ে গেছে।
শনিবার সকালে আশুগঞ্জ-ভৈরবের সংযাগস্থল দ্বিতীয় রেল সেতুর পিলারে ‘এমভি রিফাত ইসলাম’ নামের বাল্কহেডটির ধাক্কা লাগে বলে জানান ভৈরব নৌ পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান।
তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে রাশেদুজ্জামান বলেন, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী বাল্কহেডটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে রেলসেতুর পিলারের সঙ্গে বাল্কহডেটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যে বাল্কহেডটি নদীতে তলিয়ে যায়। তবে কেউ হতাহত হননি।
খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
এ ছাড়া ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিয়ের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।