Published : 22 May 2025, 10:36 AM
মানিকগঞ্জের সিঙ্গাইরে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় অভিযানে তাকে আটক করা হয় বলে জানান সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।
গ্রেপ্তার মো. লিটন মোল্লা ওই এলাকার ঝুমুড় উদ্দিন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে ওসি তৌফিক আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ শেখর ঘোষের নেতৃত্বে সিঙ্গাইর থানা পুলিশের একটি দল বুধবার রাতে ঢোনখালপাড়ে লিটন মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় গাজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে আসামিকে আদালতে পাঠানো হবে।