Published : 30 May 2025, 10:21 PM
দীর্ঘ ১৮ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটিতে আগামী রোববার এ দুই কমিটি গঠনে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেড় যুগ পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে বড় পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জিলানীর উপস্থিত থাকার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা।
এদিকে, কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে স্থানীয় নেতাকর্মীরা অনেক আগে থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
সেইসঙ্গে সম্মেলনকে সফল করতে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সভা-সমাবেশ করে চলেছেন পদ প্রত্যাশীরা। আর এতে বিএনপি ও সহযোগী গঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
কোটালীপাড়া উপজেলা সদরের প্রধান-প্রধান সড়কসহ অলি-গলি ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেয়ে।
সম্মেলনে অংশ নিতে আসা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কাজুলিয়া থেকে কোটালীপাড়া পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, “কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে সামনে রেখে সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা আছে। বিএনপি নেতাদের পাশাপশি সম্মেলনকে সফল করতে আমরাও কাজ করে যাচ্ছি।”
কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, “দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে অনেক বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীরা উজ্জীবিত।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, “১ জুনের সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি, কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সর্বকালের সেরা সম্মেলন।”
উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মহিউদ্দিন বলেন, “সম্মেলন সফল করতে ইতোমধ্যে আমাদের সব সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এ সম্মেলনে তৃণমূলের মতামতের ভিত্তিতেই নেতা নির্বাচন করা হবে।”