Published : 13 Jun 2025, 11:35 AM
ভয়ভীতি দেখিয়ে দুই শিশুসহ ৯ জনকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয় বলে শুক্রবার সকালে জানিয়েছেন বিজিবি মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম।
তিনি বলেন, পুশইন করা ব্যক্তিরা দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন। কিন্তু সম্প্রতি ভারতীয়রা তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায়।
এ অবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে আটক করে ভারতীয় পুলিশ। পরে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
নায়েক সুবেদার খায়রুল আরও বলেন, বিষয়টি বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তারা আমাদের ক্যাম্পে রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদেরকে ধোবাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে গত ২ জুন রাত ৩টার দিকে জেলার ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও এক শিশু ছিল।
একই সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে আরও ১০ জনকে পুশইন করে বিএসএফ।