Published : 17 Jun 2025, 03:01 PM
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি সখল্যা গ্রামে সোবহানের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফুলপুর থানার ওসি আব্দুল হাদী।
নিহত আবু রায়হান নেহাল (১৭) উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে নেহাল ভাইটকান্দি সখল্যা মোড় থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার রাত ১০টার দিকে সোবহানের বাড়ির পেছনের টয়লেট থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে নেহালের লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আব্দুল হাদী বলেন, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে বিস্তারিত বলা যাবে।
তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।