Published : 16 May 2025, 07:49 PM
সৌদি আরব যাওয়ার পথে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট-সার্কেল) তানভীর হোসেন।
পুলিশ জানায়, আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে সরকারি শামসুর রহমান কলেজের ছাত্র ও স্থানীয় জনতার ওপর হামলা অভিযোগ রয়েছে।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন আব্দুল আউয়াল। বৃহস্পতিবার রাতে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
শরীয়তপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় আব্দুল আউয়াল ও তার লোকজন গোসাইরহাটে প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালিয়েছিল। তিনি হজের কথা বলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।”
পালং থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আব্দুল আউয়ালকে গোসাইরহাট থানায় পাঠায়। বিস্ফোরক আইনে একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর হয়েছে।