Published : 20 Apr 2025, 09:44 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিশু আকলিমা খাতুন জুঁই ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাটমোহর থানার ওসি মঞ্জুরুল ইসলাম।
গ্রেপ্তার সোহেল রানা (২৫) বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের গড়ফা গ্রামের বাসিন্দা। বাকি চার আসামি কিশোর।
আকলিমা খাতুন জুঁই চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৪ এপ্রিল শিশুটি দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যায় সে দাদীর বাড়ি থেকে চলে আসে। কিন্তু বাড়িতে ফেরেনি।
পর দিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন।
ওসি বলেন, শিশুটির সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।