Published : 07 Jun 2025, 12:36 PM
যেনতেন নির্বাচন জাতি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।”
শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরে নিজ গ্ৰামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ বিগত তিন টার্ম ভোট দিতে পারেনি। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং প্রয়োজন একটি অর্থবহ নির্বাচন।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা তারিখ ঘোষণা দিয়েছেন ঠিক কিন্তু এই সুযোগগুলো নিশ্চিত না করলে একটি অর্থবহ নির্বাচন দেওয়া সম্ভব হবে না।
“এই লক্ষ্য অর্জনে আমাদের কাছে কোন সহযোগিতা চাইলে অবশ্যই আমার দল সহযোগিতা করবে।”