Published : 17 Jun 2025, 06:00 PM
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহতরা হলো- উপজেলা পরিষদ সংলগ্ন হুগলিপাড়া এলাকার মোশাররফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে মিম ও আছিয়া সমবয়সি আরও কয়েকজনের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে মিম ও আছিয়া পানিতে ডুবে যায়।
অন্যরা চিৎকার করলে স্থানীয়রা তাৎক্ষণিক পুকুর থেকে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।