Published : 01 Dec 2024, 07:45 PM
পিরোজপুরের ভাণ্ডারিয়ার নদী থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ইকরি ইউনিয়নের চরবোতলা গ্রামের কচা নদী থেকে রোববার বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পাড়েরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আব্দুস সালাম জানান।
মৃত ছেলেটির বয়স ১০ থেকে ১২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আব্দুস সালাম বলেন, “স্থানীয়রা কচা নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করে।
“মৃত ওই কিশোরের পরনে কালো রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট এবং ডান হাতে ব্যান্ডেজ রয়েছে। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।”
এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ নৌ পুলিশের এ কর্মবকর্তা।