Published : 13 Jun 2025, 09:14 PM
বরিশালের বাবুগঞ্জের শ্বশুরের ঘর থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার পরিদর্শন (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল জানান।
মৃত আহাদ আহমেদ ধ্রুব (২৩) জামালপুর সদর উপজেলার দক্ষিণ কাচারীপাড়া এলাকার মোহাম্মদ এনামের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ওই গ্রামের সেকান্দার আলীর কন্যা খাদিজা বেগম ঢাকায় একটি সাবান তৈরির কোম্পানিতে চাকরি করেন। একই কোম্পানিতে চাকরি করার সুবাদে ধ্রুব’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তিন মাস আগে নিজের পরিবারের অমতে খাদিজাকে বিয়ে করেন ধ্রুব। এ নিয়ে প্রায় সময় ধ্রুবকে তার বাবা-মা গালমন্দ করেন। বিয়ের পর কোম্পানি থেকে ধ্রুব’র চাকরি চলে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
ঈদের আগের দিন ধ্রুব শ্বশুর বাড়ি বেড়াতে আসেন।
বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে বেশ কয়েকটি ফোন পাওয়ার পর থেকে ধ্রুব’র মধ্যে অস্থিরতা দেখা দেয়।
এ অবস্থায় রাতে খাবার খেয়ে স্ত্রী খাদিজাকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতে যান তিনি।
ভোরে ঘুম থেকে জেগে পাশে না পেয়ে বাবার ঘরে গিয়ে ধ্রুবকে গলায় লুঙ্গি পেঁছিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান স্ত্রী খাদিজা।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, খবর পেয়ে সকালে তারা গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় ধ্রুব’র শাশুড়ি বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন জানিয়ে পলাশ চন্দ্র বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ধ্রুব’র পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।