Published : 25 May 2025, 06:11 PM
গাজীপুরে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী আহত হওয়ার পর সহপাঠীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের গাজীপুর সদরের পোড়াবাড়ী এলাকায় বিক্ষোভকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় প্রখর রোদে বাসে বসে থাকে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়। সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল শুরু হয়।
পোড়াবাড়ী এলাকার শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় আলম এশিয়া পরিবহনের একটি বাস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুককে (১৫) ধাক্কা দেয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা জানায়, পোড়াবাড়ীতে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং বাস চিহ্নিত করে চালকের বিচার দাবিতে তারা বিক্ষোভ করে।
তারা বলে, কয়েকদিন আগে স্থানীয় রোভারপল্লী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। সেই মামলার কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি পরিবহনের চালক ও কর্মচারীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। এসব ঘটনার স্থায়ী সমাধানের দাবি করেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে সালনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।