Published : 09 May 2025, 04:36 PM
শরীয়তপুরের নড়িয়ায় কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করাকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে নড়িয়া থানায় জব্দ করা মোটরসাইকেল ছাড়িয়ে নিতে এই হামলা চালানো হয় বলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান।
পুলিশ বলছে, বুধবার নড়িয়ায় কাগজপত্র বিহীন তিনটি মোটরসাইকেল আটক করে নড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিতে থানায় আসেন স্থানীয় কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী। তাদের সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল ফিরিয়ে দিতে অনিহা জানায় পুলিশ।
এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তারা ক্ষিপ্ত হয়ে থানা গেটের সামনে দুইটি কক্ষে ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলছেন, “কয়েকজন থানায় ইটপাটকেল নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া থানার জানালার থাই গ্লাসসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে।
“আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছি। অপরাধীরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না।”