Published : 05 Jun 2025, 10:07 PM
বৈরী আবহাওয়ার কারণে পাহাড় ধসের আশঙ্কায় চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বান্দরবানের লামার সব পর্যটন কেন্দ্র।
বৃহস্পতিবার লামা উপজেলার দুর্যোগ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধস এবং সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
“লামা উপজেলার আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকল পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো খোলা রাখা যেতে পারে।”
চার দিন আগে টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত উপজেলার মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এসব পর্যটন কেন্দ্র।