Published : 07 May 2025, 05:56 PM
ফেনীর ফুলগাজী উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত এক প্রবাসী মারা গেছেন। এ ঘটনায় নিহতের এক শ্যালককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার দুই দিন পর বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান।
নিহত মনসুর আহমেদ আজাদ (৪৫) উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের তাহের আহম্মেদের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি।
কারাগারে থাকা নিজাম উদ্দিন (৩৬) উপজেলায় মুন্সীরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার আজাদের ছেলে মিরাজ আহম্মেদ নিপুণ বাদী হয়ে নিজাম উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন।
আজাদের ছোট ভাই সিদ্দির আল রিয়াদ বলেন, আজাদ ও তার শ্যালক নিজাম উদ্দিন দুজনই প্রবাসী। ঘটনার পাঁচ দিন আগে আজাদ এবং দুই দিন আগে নিজাম দেশে আসেন। দেশে ফিরেই পাওনা টাকার জন্য ভগ্নিপতি আজাদকে চাপ দেন নিজাম।
সোমবার রাতে মুন্সীরহাট বাজারের প্রধান সড়কে টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিজাম ক্ষিপ্ত হয়ে আজাদের পেটে ও পিঠে ছুরিকাঘাত করেন বলে জানান তিনি।
তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
রিয়াদ বলেন, “বড়ভাই ১৫ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন। ২০ মে কুয়েত চলে যাওয়ার কথা ছিল তারা। নিজাম উদ্দিন ভাইয়ার কাছে কোনো টাকা পাবেন না বলে মৃত্যুর আগে জানিয়ে গেছেন।”
ওসি লুৎফর রহমান বলেন, মঙ্গলবার মামলার পর অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলাটি প্রথমে হত্যাচেষ্টা হলেও এখন এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানান তিনি।