Published : 09 May 2025, 01:27 PM
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের রুমের ভেতরে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ ইউনিয়ন তথ্যকেন্দ্রের সব নথি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রের অবশিষ্ঠ অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
ইউনিয়ন পরিষদের পাহারাদার আমিরুল ইসলাম বলেন, “ফজরের আজানের সময় আমি মসজিদে নামাজ পড়তে যাই। এসে দেখি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে। সে সময় আমি দরজা খুলে যতটুকু সম্ভব কাগজপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।”
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান বলেন, “আমাদের বিশ্বাস ছিল, ইউনিয়ন পরিষদে কিছু হবে না। কিন্তু সেই বিশ্বাস আর থাকল না। এখন আমিতো দেখি নাই কিভাবে আগুন লাগলো। তবে একটা সন্দেহ হচ্ছে, রুমের যে জানালা কোনদিন খোলে না সেই জানালা কেমনে খোলা ছিল?”
“আমার ধারণা, কেউ জানালা দিয়ে আগুন দিয়েছে। এখন প্রশাসন আছে তারা তদন্ত করে দেখুক কেউ আগুন দিছে না বিদুৎ থেকে আগুন লাগছে। তবে আমার দাবি তদন্ত যেন সঠিক হয়।”
খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সরদার বলেন, “ইউনিয়ন পরিষদ হলো সেবামূলক প্রতিষ্ঠান। এটাকে আগুনে পুড়িয়ে দেওয়া, ক্ষতিগ্রস্ত করা এটা ঠিক না। আমি মনে করি এ ঘটনা কেবল ইউনিয়ন পরিষদকে ক্ষতিগ্রস্ত করা না। পুরো জাতীর সঙ্গে প্রতারণা করা।
“সত্য কখনও চাপা থাকে না এটা বের হবেই। আমি প্রশাসনের কাছে দাবি জানাই আগুন সন্ত্রাসীদের খুঁজে বের করে যেনো আইনের আওতায় আনা হয়।”
এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি সাড়া দেন নাই।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তারপরও পুলিশ তদন্ত করছে।