Published : 19 Jun 2025, 02:06 PM
নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ এক কারারক্ষীকে আটকের পর মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
বুধবার আদালতের মাধ্যমে ওই কারারক্ষীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নীলফামারী সদর থানার পরিদর্শক এম আর সাঈদ।
এর আগে মঙ্গলবার রাত ৩টায় দায়িত্ব পালনের জন্য কারাগারে প্রবেশের সময় প্রধান ফটকে তার শরীর তল্লাশি করে আট গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।
কারাগারে যাওয়া মো. সালমান শাহ্ (২৮) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাজারিয়াচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
নীলফামারী কারাগারের জেলার মো. ফারুক হোসেন বলেন, ঘটনার দিন রাত ৩টায় সালমানের কারাগারের ভেতর দায়িত্ব পালনে যোগদানের সময় ছিল। কারাগারে প্রবেশের আগে প্রধান ফটকের সামনে প্রত্যেক কারারক্ষীর শরীর তল্লাশি করছিলেন কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মো. শহিদুল ইসলাম।
এ সময় কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভাঁজে লুকানো অবস্থায় আট গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানান তিনি।
তিনি বলেন, “ঘটনার পরপর গেইটের দায়িত্বে থাকা মো. আব্দুল মাজেদ বিষয়টি জেল সুপারসহ আমাকে অবহিত করলে সালমানকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করে আটক করা হয়।”
নীলফামারী কারাগারের সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কারারক্ষী সালমানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নীলফামারী সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, সালমান আগেও বিভিন্ন কারাগারে দায়িত্ব পালনের সময় একাধিকবার গাঁজাসহ আটক হয়েছিলেন। সবশেষ ২০২৪ সালের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ কারাগারে কর্তব্যরত অবস্থায় গাঁজাসহ তাকে আটক করা হয়েছিলো।
পরে কারা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ তিন বৎসর বেতন বৃদ্ধি স্থগিত করে বলে জানান এই জেলা সুপার।
পুলিশ পরিদর্শক এম আর সাঈদ বলেন, জেলার ফারুক হোসেন বাদী হয়ে কারারক্ষী সালমানের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।