Published : 19 May 2024, 04:53 PM
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বন্ধুর শয়ন কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে লাশটি পাওয়া যায় বলে বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান।
নিহত সাকিব হাসান (১৮) একই ইউনিয়নের উত্তরপাড়ার মমিনুল ইসলামের ছেলে।
নিহতের বাবা মমিনুল ইসলাম বলেন, “শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যাটসহ সাইকেল নিয়ে বেরিয়ে যায় সাবিক। বন্ধুদের সঙ্গে তাদের কারো বাড়িতে রয়েছে ভেবে আর খোঁজ খবর করিনি। আজ তার মরদেহ পেলাম।”
ওসি আবু বক্কর বলেন, খবর পেয়ে সকালে ওই গ্রামে সাকিবের বন্ধু মিরাজের বাড়ির শয়ন কক্ষ থেকে হাত-পা বাঁধা চাদর মোড়ানো অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় সেখানে সাকিবের বন্ধু মিরাজ এবং তার বাবা লাইসুর রহমান পলাতক। ওই বাড়িতে ছিল লাইসুরে বাক প্রতিবন্ধী স্ত্রী।
তিনি বলেন, “লাইসুরের বাড়ির পেছনে একটি কবরের মত গর্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ পুঁতে রাখার জন্য গর্তটি করা হয়েছিল। তবে কোনো কারণে মরদেহ সেখানে নেয়ার সুযোগ হয়নি।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; হত্যার কারণসহ বিস্তারিত জানতে পলাতকদের আটক ও তদন্ত কাজ চলছে বরে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তার।