Published : 15 Jun 2025, 01:17 PM
নরসিংদীর পলাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “স্থানীয় বাসিন্দারা কলার বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
“ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ফেলে যায়। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মনির হোসেন।