Published : 17 Jun 2025, 04:40 PM
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
বিজিবি জানায়, সীমান্তের তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ির রেনু পোনা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ দুই হাজার ৬০০ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।