Published : 05 Jun 2025, 09:41 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঈদ উপলক্ষে সরকারি চাল আনতে গিয়ে অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান।
মৃত আকলিমা আক্তার (২৬) উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
আকলিমা আক্তারের মামা মো. আলমগীর হোসেন বলেন, “দুপুর থেকে ভিজিডির চাল দেওয়ার কথা ছিল। খবর পেয়ে অন্য উপকারভোগীদের সঙ্গে আকলিমা সকাল সাড়ে ৯টায় মধ্য বোয়ালখালি এলাকা থেকে মেরুং যায়। প্রচন্ড গরমের কারণে বিকাল ৪টায় সে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
“চাল আনতে গিয়ে দীর্ঘ অপেক্ষায় গরমে অসুস্থ হয়ে আমার ভাগনি মারা গেছে।”
মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনা চাকমা বলেন, “আজকে মেরুং বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ভিজিডির চাল নিয়ে আসতে দেরি হয়। এ সময় অসুস্থ হয়ে আকলিমার মৃত্যু হয়।”
ইউএনও অমিত কুমার সাহা বলেন, “আজকে প্রায় ৪৪০ জন নারীকে ২০ কেজি করে ভিজিডির চাল দেওয়ার কথা। অনেকে সকাল থেকে এসে অপেক্ষা করছিলেন। এক জায়গায় গরমের মধ্যে অপেক্ষার কারণে ওই নারীর অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে তার মৃত্যু হয়।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকলিমার পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।