Published : 26 Jun 2024, 08:30 PM
বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আলাউদ্দিন ভুইয়া।
বুধবার রিটানিং কর্মকর্তা ও বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এ তথ্য জানান।
তিনি বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলাউদ্দিন ভুইয়া নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন মোবাইল ফোন প্রতীকে ৪ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন বলে জানান তিনি।
বুধবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র মেয়র পদে পৌরসভার ৯ ওয়ার্ডের ১৪ কেন্দ্রে ইভিএমর মাধ্যমে ভোট নেওয়া হয়।
এই পৌরসভার ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৪৩ জন। তার মধ্যে মোট ভোট দিয়েছেন ১৬ হাজার ২০ জন ভোটার। ভোট পড়েছে ৪৩ ভাগ।
গৌরনদী পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেন। পরে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন।