Published : 27 May 2025, 02:26 PM
সাবেক সংসদ সদস্য ওমর ফারুকের রাজশাহীর নিউ মার্কেট এলাকায় বহুতল শপিং সেন্টারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘থিম ওমর প্লাজা’য় আগুন লাগার ঘটনা ঘটে বলে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক জানান।
প্রাথমিকভাবে জানা গেছে, ‘থিম ওমর প্লাজা’র সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।
এ পর্যন্ত দুইজনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপ-পরিচালক মঞ্জিল হক বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সপ্তম তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
ওমর ফারুক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য মনোনীত হন। ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।