Published : 05 Jun 2025, 07:38 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে রাতের বেলা পাথর চুরি করতে যাওয়া শ্রমিকদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার বিকালে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বুধবার রাতে কিছু বারকি শ্রমিক পাথর চুরির জন্য শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। তখন বিজিবি খবর পেয়ে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া করে ভেতরে নিয়ে আসে।
“একই সময় বিএসএফ এসেও শ্রমিকদের ভয় দেখাতে সম্ভবত দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকেরা পালিয়ে যান। তবে কেউ আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত ১১টার দিকে বিছনাকান্দির ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখার পাশে এ ঘটনা ঘটে। রাতে কয়েকজন শ্রমিক সেখানে নৌকা নিয়ে পাথর তুলতে যান। এ সময় শ্রমিকরা ভারত সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ে পাথর উত্তোলন শুরু করেছিলেন। তখন ওই ঘটনাটি ঘটে।